জায়ানের মরদেহ দেশে আনা হবে মঙ্গলবার

আপডেট: April 22, 2019 |

সেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ কাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (২২ এপ্রিল) সকালে তিনি একথা জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন এ বিষয়ে।

শেখ সেলিমের জামাতার পায়ে গুরুতর জখম, তাকে এখনি ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) মারা যায়। রোববার (২১ এপ্রিল) রাতে তার পরিবারের পক্ষ থেকে সময় সংবাদকে এ তথ্য জানানো হয়।

শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়।

এর মধ্যে হামলার শিকার একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।

বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।।

Share Now

এই বিভাগের আরও খবর