ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত 

আপডেট: September 28, 2023 |
inbound4450433325743756579
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন।

বুধবার রাতে নলছিটি উপজেলার কাঠের ঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি সদস্য মো.  রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলা চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বরিশাল জেলা বিএনপির সদস্য পদে ছিলেন।

তিনি বরিশাল সদর দক্ষিণ চরআইচা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, কুয়াকাটা ও বরিশাল আঞ্চলিক মহাসড়কে বুধবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে কাঠের ঘর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলাম সবুজ গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শেবাচিমে নেয়ার পর মৃত্যুবরন করেন। এসময় সিনএনজিতে থাকা তিন যাত্রীও আহত হয়েছেন।

নলছিটি থানা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল ইসলাম নামের একজন বরিশাল জেলার বাসিন্দা নিহত হয়েছেন।

এ ব্যাপারে আইনাণুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দূর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর