ফরিদপুরে পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নে অভিযান

আপডেট: September 30, 2023 |
inbound147979357815477244
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: সরকার নির্ধারিত দামে দেশি পেঁয়াজ বিক্রয় নিশ্চিতে ফরিদপুরের নগরকান্দা পেঁয়াজের আড়তে জেলা ভোক্তা অধিদপ্তর ও নগরকান্দা উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুরের কৃষক পর্যায়ে পেঁয়াজের হাট এবং আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈনুল হক এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান চলে।

ভোক্তা অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না থাকায় অভিযানে ইউএনও কর্তৃক মেসার্স আহম্মাদ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা ও মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক মেসার্স সিরাজ মাতুব্বর ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, আড়তে দেশি পেঁয়াজ আজ কৃষক কাছ থেকে প্রতি মন প্রকারভেদে ২২৫০ থেকে ২৪০০ টাকা দরে বেপারীরা ক্রয় করছেন, যা কেজি প্রতি ৫৬ টাকা ২৫ পয়সা থেকে ৬০ টাকা।

তিনি আরো বলেন, সরকার নির্ধারিত মূল্যে দেশি পেঁয়াজ ক্রয়-বিক্রয় করা এবং পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ টানানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর