‘গার্মেন্টস ও টেক্সটাইল খাতে বিশ্বে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে’

আপডেট: April 26, 2019 |
print news

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করে আছে। এর পেছনে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা। তাদের নিরলস প্রচেষ্টাতেই আজ এই খাতে দেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করতে পেরেছে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম।

আজ দুপুরে ঢাকায় ইনস্টিটিউট অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আওয়ামী পরিষদ (বিটেপ)’ র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আওয়ামী পরিষদ (বিটেপ)’র সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে প্রকৌশলী এম. এম. সিদ্দিকি, প্রকৌশলী জাকির হোসেন সাগর, যুবলীগ নেতা মিজানুল ইসলাম মিজু, প্রকৌশলী সফিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Share Now

এই বিভাগের আরও খবর