তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণ

আপডেট: October 1, 2023 |
Boishakhinews24 6
print news

তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে আজ রোববার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দিনের শেষে পার্লামেন্ট হাউসে নতুন অধিবেশন শুরুর জন্যে এটি খোলার কথা ছিল।

তুরস্কের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই্ এলাকা থেকে গোলাগুলির শব্দও শোনা গেছে। জরুরি পরিষেবাগুলোকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে দেখা গেছে।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে রোববার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণের পরে গুলি চালানো হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় ২ পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এর বেশি কিছু জানাননি তিনি।

সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি এলাকায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রীষ্মকালীন অবকাশের পর রোববার সংসদ পুনরায় খোলার কথা রয়েছে। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর