মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট: October 2, 2023 |
inbound6529812185985538130
print news

বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিক পৌর শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো।

প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হন।

এতে তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে।

তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে।এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর