বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট: October 3, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার চামটা মশুরীপাড়া এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজেদুল একই এলাকার গুলজার হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সোমবার দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার চামটা মশুড়ীপাড়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হয়।

এই সুযোগে সাজেদুল ইসলাম ওই গৃহবধূর শয়ন কক্ষে প্রবেশ করে লুকিয়ে অপেক্ষা করতে থাকে।

পরে ওই গৃহবধূ শয়নকক্ষে প্রবেশ করলে সাজেদুল তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

পরে গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে সকালে পুলিশ নিজ গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর