গুরুদাসপুরে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন

আপডেট: October 7, 2023 |
inbound1826224812637872114
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

শনিবার (০৭ অক্টোবর) গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনোয়ারুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল করিম সরকারি শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন প্রমূখ।

জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানসহ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে গুরুদাসপুরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়েছে এবং নিয়োমিত ইংরেজি শিক্ষকরা প্রতি সপ্তাহে আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে ইংরেজি ভাষা শেখাবেন।

প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায়
ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তারা বলেন পরবর্তী ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হাই স্কুল পর্যায়েও ক্লাব প্রতিষ্ঠা সহ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতার আশ্বাস দেওয়া সহ উপজেলা পরিষদের পক্ষে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়

এছাড়া অন্যান্যদের মধ্যে শিক্ষক সুলতানুল আরেফীন, দুলাল হোসেন, রাশেদ নিজাম, নুসরাত জেরিন এবং শিক্ষার্থী মো. আবরার ফারাবি, আরহামন আহবাব, তাসলিমা তাইয়্যেবা ইংরেজিতে বক্তব্য রাখেন। ও শিশু শিক্ষার্থী অর্পিতার কন্ঠে ‘‘ ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’’ গানটি উপস্থাপন করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর