মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮

আপডেট: October 11, 2023 |
inbound754716390000475322
print news

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) ছয়টা থেকে বুধবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ১১৭৮ ইয়াবা, ৩৩ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫৩.৫ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল, ২০টি ইনজেকশন ও ১ কেজি আইস জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর