বৃহস্পতিবার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

আপডেট: October 11, 2023 |
inbound7249265929615755434
print news

শান্তি ও উন্নয়নের সমাবেশের তারিখ পরিবর্তন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আরিফুর রহমান রাসেল।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ ১১ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর