আজ বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট: October 11, 2023 |
inbound7318794421595231093
print news

সরকার পতনের চলমান এক দফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বলেন, বুধবার সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী করণীয় ও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন রেখেছেন ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।

Share Now

এই বিভাগের আরও খবর