অ্যাডিশনাল ডিআইজির জেলার বিট কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: October 16, 2023 |
inbound1981451995647644570
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: অ্যাডিশনাল ডিআইজি জনাব ফয়সল মাহমুদ পিপিএম(ক্রাইম ম্যানেজমেন্ট),রাজশাহী রেঞ্জ মহোদয় বগুড়া জেলার বিট কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (১৬ অক্টোবর) বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে জেলার বিট কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতি মহোদয় বক্তব্যে বিট অফিসার সহ উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইউনিফর্ম সার্ভিসের পবিত্র দায়িত্ব-কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন।

বিট পুলিশিংকে তিনি অপরাধ দমনের ক্ষুদ্র ইউনিট উল্লেখ করে একে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে সর্বত চেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানান।

কমিউনিটি পুলিশিং এর মূল দর্শন- জনগণকে সঙ্গে নিয়ে pro-active এবং স্বচ্ছ পুলিশিং এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের কথাও সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে তুলে ধরেন।

পাশাপাশি মাদকসেবী/ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পাশাপাশি আত্মসমর্পণ কার্যক্রমকে পূর্বের মতো গুরুত্বের সাথে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন।

সর্বপরি, তিনি মামলা তদন্তে শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলে বলেন, মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর করতে আমরা জনগণের বন্ধু হয়েই আমাদের উপর অর্পিত আইনগত দায়িত্ব কর্তব্য পরায়ণতার সাথে পালন করবো।

এ সময় জেলা পুলিশ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ী, তদন্ত কেন্দ্র, ক্যাম্প ইনচার্জ ও বিট অফিসারবৃন্দ সহ সর্বস্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর