যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি একটি বৈশ্বিক সমস্যা হবে : ইসরায়েল


ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার পর গাজা উপত্যকার যে অবস্থা হবে, তা ইসরায়েলের রাজনীতিবিদদের অন্যান্য দেশের সঙ্গে আলোচনার জন্য একটি ‘বৈশ্বিক সমস্যা’ হবে।
স্থল হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনীর গাজায় অবস্থান ও গাজা শাসনের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমাদের সব ধরনের খেলা ততক্ষণে সেখানে শেষ হবে।’
তিনি আরো বলেন, ‘ইসরায়েলের মন্ত্রীসভা এটাও আলোচনা করছে যে, যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি কেমন হতে পারে…এটিও একটি বৈশ্বিক সমস্যা, এই অঞ্চলে পরিস্থিতি কেমন দাঁড়াবে।’
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলা চালানোর পর থেকেই হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
হামাস যোদ্ধাদের সম্পূর্ণ ‘নির্মূল’ করার লক্ষ্যে স্থল হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েলি সামারিক বাহিনী। হামলা চালানোর জন্য সীমান্তে স্থল সেনাদের সংখ্যাও বাড়িয়েছে ইসরায়েল।