টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড


বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয়া আফগানিস্তানের মুখোমুখি এবার গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। আফগানরা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি ম্যাচই জিতেছে। অন্যদিকে ভারত বিশ্বকাপে টানা তিন জয়ে উড়ছে নিউজিল্যান্ড।
বুধবার চেন্নায়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান। আর কিউইরা হারিয়েছে তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার জায়গায় আজ একাদশে উইল ইয়াং।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।