৬ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: October 22, 2023 |
inbound701138389132153637
print news

ইসলামে নারী বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে নভেম্বরের শুরুতে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, ফিল‌স্তি‌ন ইস্যুতে গত বৃহস্পতিবার গণভব‌নে ঢাকায় নিযুক্ত ইসলামী সহ‌যোগী সংস্থার (ওআইসি) দূত‌দের নি‌য়ে বৈঠ‌ক ক‌রেন প্রধানমন্ত্রী।

বৈঠ‌কে যোগ দি‌তে এসে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান প্রধানমন্ত্রী‌কে আগামী ৬ থে‌কে ৮ ন‌ভেম্বর জেদ্দায় অনু‌ষ্ঠেয় স‌ম্মেল‌নে যোগ দি‌তে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সরকারপ্রধান স‌ম্মেল‌নে যাওয়ার বিষ‌য়ে সম্ম‌তি জা‌নি‌য়ে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র বল‌ছে, ওই স‌ম্মেল‌নে যোগ দি‌তে আগামী ৬ ন‌ভেম্বর জেদ্দায় যে‌তে পা‌রেন প্রধানমন্ত্রী। জান‌তে চাইলে মন্ত্রণাল‌য়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ব‌লেন, এ বিষয়ে আমা‌দের কা‌ছে এখনও চূড়ান্ত কাগজপত্র আসেনি।

Share Now

এই বিভাগের আরও খবর