বিএনপির যৌথসভা আজ

আপডেট: October 22, 2023 |
inbound6471826507738472155
print news

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে দলের যৌথ সভা ডেকেছে দলটি।

রোববার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের যৌথসভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা সঞ্চালনা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সব রাজনৈতিক বিভাগের সাংগঠনিক, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলাসমূহের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব।

 

Share Now

এই বিভাগের আরও খবর