ফেনীতে মাদক বিরোধী অভিযানে আটক ২

আপডেট: October 26, 2023 |
inbound8431398242148637758
print news

ফেনী জেলা প্রতিনিধি : ফেনীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদকদ্রব্য সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৭ টায় দাগনভূঞা উপজললাধীন আলাইয়ারপুর ও রাধানন্দপুর এলাকায় অভিঢ়ান চালিয়ে তাদের আতক করা হয়।

আটককৃতরা হলেন, আলাইয়ারপুর এলাকার আবুল বাশার(৩৩), রাধানন্দপুর এলাকার বাসিন্দা পরাগ দাশ (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে দাগনভূঞায় ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

এদের মধ্যে একজন আলাইয়ারপুর এলাকার আবুল বাশার। তার কাছে ১৩৫ পিস এম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট,১ কেজি ৬০০ গ্রাম গাজা ও ২৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটককৃত অপরজন রামানন্দপুরে পরাগ দাশকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।

তাকে মোবাইল কোর্টের আওতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- অর্থদণ্ড করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর