টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট: October 27, 2023 |
inbound7664974226856388644
print news

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৩তম আসরে টিকে থাকতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই।

অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। তাই এক হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

প্রোটিয়া বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। অসুস্থ হাসান আলী পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর উসামা মীরের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ।

তিন পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকার একাদশে। প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পুরোপুরি ফিট হওয়ায় কপাল পুড়েছে রেজা হেনড্রিকসের। এছাড়া লিজার্ড উইলিয়ামস ও কাগিসো রাবাদার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৮২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫১টিতে, পাকিস্তানের জয় ৩০টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাবররা।

বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনবার, পাকিস্তানের জয় দুইটি। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে জয় আছে পাকিস্তানেরই।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

Share Now

এই বিভাগের আরও খবর