কেন্দুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: October 28, 2023 |
inbound7015262454136213826
print news

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে মাসকা বাজারে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো. আব্দুল মতিন।

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে গ্রামের তৃণমূল মানুষের সামনে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্যে রাখেন।

সভায় তৃণমূল পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর চৌধিরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর