রাতভর তীব্র বোমাবর্ষণ, বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা

আপডেট: October 28, 2023 |
inbound450075207215907611
print news

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার রাতে ব্যাপক গোলাবর্ষণের ফলে ইন্টারনেটসহ সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বর্তমানে গাজা পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের স্থলপথে হামলা শুরুর ঠিক আগ মূহুর্তে সারাবিশ্ব থেকে গাজাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আগের তুলনায় ব্যাপক বোমা হামলা বাড়িয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনি টেলিকম প্রদানকারী সংস্থা পালটেল জানায়, বোমাবর্ষণের ফলে ইন্টারনেট, সেলুলারসহ সকল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এই যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে গাজায় ইসরায়েলের হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো তথ্যই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা চারিদিক থেকে গাজায় হামলা চালিয়ে হামাসকে নিশ্চিহ্ন করে দেবে, যার সূচনা হচ্ছে এই স্থল অভিযান।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘সম্প্রতি কয়েক ঘণ্টায় আমরা গাজায় হামলা বাড়িয়েছি। বিমান বাহিনী মাটির নিচের নিশানা এবং সন্ত্রাসী অবকাঠামোর ওপর ব্যাপক বোমাবর্ষণ করছে।’

ইতোমধ্যে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যের সরবরাহ বন্ধ করে দেয়ায় দুর্বিষহ সময় পার করেছে গাজাবাসী।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩০০ ফিলিস্তিনি হত্যার খবর নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ব্যক্তিদের নাম, পরিচয় আইডিসহ একটি তালিকা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের অতর্কিত হামলার পর এখন পর্যন্ত ১৪০০ ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু এবং শিশু ও বিদেশিসহ মোট ২২৯ জন আটকের খবর পাওয়া গেছে।

তবে সর্বশেষ গাজায় হামলা অব্যাহত থাকার পরেও ৪জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস।

Share Now

এই বিভাগের আরও খবর