রাজধানীতে ৪০০ মণ আম ধ্বংস

আপডেট: May 22, 2019 |
print news

রাজধানীতে যাত্রাবাড়ীর আড়তে অভিযান চালিয়ে ৪০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাব। বুধবার র‌্যাবের নির্বাহী  ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই অভিযান চালান।

সারওয়ার আলম বলেন, মে মাসের শেষের দিকে আমগুলো বাজারে আসার কথা। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগে ভিন্ন উপায়ে আমগুলো পাকিয়ে বাজারে এনেছেন। পরে আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ মণ আম নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে সেগুলো নষ্ট করা হয়। এছাড়া এই অভিযানে আড়তের ৯ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর