ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

আপডেট: November 6, 2023 |
inbound7644374853469087742
print news

সরকার পতনের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে থাকা বিএনপি নতুন করে আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পল্টন ও শাজাহানপুর থানায় মামলা হয়। এসব মামলায় দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আসামি করা হয়।

ইতোমধ্যে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আলালসহ কয়েকজন শীর্ষ নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিবসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি।

হরতাল শেষে এক দিনের বিরতি দিয়ে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত সারাদেশে দ্বিতীয় দফার অবরোধ ডাকা হয়। ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোরে।

দ্বিতীয় দফা অবরোধের মধ্যেই নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করল ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি।

Share Now

এই বিভাগের আরও খবর