গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের শ্রম অসন্তোষ নিরসণে মতবিনিময় সভা

আপডেট: November 7, 2023 |
inbound4788904323962814169
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরী ঘোষনা ও শ্রম অসন্তোষ নিরসণ কল্পে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ সময় অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শফিউল আলম।

আলোচনা সভায়, বক্তব্য রাখেন গাজীপুরে অবস্থিত বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ‌।

সভায় ,গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী মিথ্যা তথ্য দিয়ে তাদের মধ্যে অসন্তুস সৃষ্টি করে নানা প্রকার ভাঙচুর অগ্নি সন্ত্রাস সৃষ্টি করার পাঁয়তারা করছে।

সেই লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় । এই সুযোগটা যেন আর কেউ নিতে না পারে সেজন্য গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সজাগ থেকে কাজ করার কথা বলেন।

Share Now

এই বিভাগের আরও খবর