গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

আপডেট: November 7, 2023 |
inbound964870549835606513
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় দুটি বাসে অগ্নিসংযোগ করে তারা।

মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।

এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় ।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নি সংযোগ করে। খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

নিরাপত্তা রক্ষায় মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে বিজিবি টহল।

Share Now

এই বিভাগের আরও খবর