চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দু*র্ঘ*ট*নায় শিশু সহ নিহত ৭

আপডেট: November 7, 2023 |
inbound3510140286094817656
print news

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নাজিরহাট -খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী পদক্ষেপ নামক বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি বলেন, বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর