ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া

আপডেট: November 20, 2023 |
inbound8806030196120760289
print news

প্যাট কামিন্সরা ভারতের বিপক্ষে জয় পেয়ে ৬ষ্ঠ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ড গড়লো। রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত।

তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।

জয়ের লক্ষে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তুলেছেন হেড-ল্যাবুশেন। চতুর্থ উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন একশোর্ধ্ব জুটিতে জয়ের পথেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।

একা হাতেই যেন দলকে টেনে তুলেছেন ট্রাভিস হেড। ফাইনালের বড় মঞ্চে এসে নিজেকে আরো একবার প্রমাণ করলেন। দলকে শিরোপার পথে রাখার পাশাপাশি তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরিও। ৯৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা। ২৪১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর