স্কুল শিক্ষার্থী রুপাকে বাঁচাতে চায় পরিবার

আপডেট: November 20, 2023 |
inbound1646276866747505042
print news

আলী আজগর (পনির), নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুপা আক্তার (১৬) রোগে আক্রান্ত হয়ে সর্বোপরি সব সম্বল চিকিৎসা সেবায় শেষ করে, ডাক্তারের কাছে ধরা পড়ে ক্যান্সার জনিত রোগ।

এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী রুপা আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ১০ দশম শ্রেণীতে পড়ুয়া এক জন শিক্ষার্থী ,বাঁশরী দক্ষিণপাড়া গ্রামের রাজমিস্ত্রি দিনমজুর খাইরুল ইসলাম (৫০)এর মেয়ে।

হতদরিদ্র দিনমজুর খাইরুল ইসলামের তিনটি সন্তান রয়েছে এক মেয়ে ওই দুই ছেলে।

রুপা আক্তার বাঁশুরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

দিনমজুর খাইরুল ইসলাম রাজমিস্ত্রি অন্যের বাড়িতে ৫০০ টাকা রোজে দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করে তাতে তাদের সংসার চালাতে হিমশিম খায়।

মেয়ের ব্যয়বহুল চিকিৎসা সেবার প্রয়োজনে টাকা জোগাড় করা নিয়ে চিন্তা রয়েছেন হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।

দিনমজুরি করে তিনটি গরু ক্রয় করেছিলেন রাজমিস্ত্রির খায়রুল ইসলাম।

সর্বশেষ সম্বল তিনটি গরু বিক্রি করেও মেয়ের চিকিৎসা সেবার কাজে লাগিয়েছেন হতদরিদ্র রাজমিস্ত্রি খাইরুল ইসলাম।

দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তার দুরারোগ ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০২ নং ওয়ার্ডে ৫১ নং বেডে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তারের চিকিৎসা সেবা চালিয়ে যেতে হতদরিদ্র দিনমজুর রাজমিস্ত্রি খায়রুল ইসলাম এখন অসহায় হয়ে পড়েছে মেয়ের চিকিৎসা সেবা নিয়ে চিন্তায়।

চিকিৎসার খরচ চালানো মতো তার কোনো ব্যবস্থা নেই। ২০ লক্ষ টাকা চিকিৎসা সেবার জন্য প্রয়োজন।

এমতাবস্থায় সমাজের দানশীল বৃত্তবান ব্যক্তিদের কাছে দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তারের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর