ফরিদপুরে দরিদ্র রিক্সা চালকদের মাঝে বিনামূল্যে রিক্সা বিতরন

আপডেট: December 2, 2023 |
inbound7865134181264290421
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিডাব্লিউ এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ২য় পর্বে আরো ৫ জন দরিদ্র রিক্সা চালককে বিনামূল্যে ৫টি রিক্সা বিতরন করেছে।

আজ শনিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দরিদ্র রিক্সা চালকদের নিকট ৫টি রিক্সা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন পিডাব্লিউ নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান হাফিজ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, শহর সমাজ সেবা অফিসার সুজাউদ্দীন রাসেদ, এফডিএ এর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান প্রমুখ।

উল্লেখ্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় পিডাব্লিউ ইতি পূর্বে ৮ জন দরিদ্র রিক্সা চালককে বিনামূল্যে ৮টি রিক্সা বিতরন করেছে। আজকের ৫ টি দিয়ে মোট ১৩ টি রিক্সা বিতরন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর