বগুড়ায় প্রতিবেশীর ধাক্কায় কৃষকের মৃত্যুর অভিযোগ

আপডেট: December 6, 2023 |
inbound1999803987158562223
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রতিবেশীর ধাক্কায় আব্দুল হাকিম মন্ডল(৫৫)নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ( ০৫ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাকপাল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হাকিম এই এলাকার মৃত-মুছো মন্ডলের ছেলে।

এ ঘটনায় প্রতিবেশী বেলালর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থাবায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তা নিয়ে আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী বেলালের বাকবিতণ্ডা হয়৷

বাকবিতণ্ডার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বেলালের ধাক্কায় আব্দুল হাকিম মাটিতে লুটে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই আব্দুল হাকিম মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলালের স্ত্রীকে থানায় আনা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।

Share Now

এই বিভাগের আরও খবর