জয়পুরহাটে পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: December 11, 2023 |
inbound756070337856646912
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকা টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

এসময় বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

নতুনহাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম জানান, দুদিন আগে পেয়াজ কিনেছি শুধু ৯০ টাকা কেজিত আর আজ দাম চাচ্ছে ব্যবসারা ২শ টাকা কেজিতে।

হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা ৮০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছেন এতে ক্রেতারা অনেক খুশী।

এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হতো ৮০ টাকা কেজিতে তা নেমে এসেছে ৬০টাকায়। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে বলে জানাগেছে।

Share Now

এই বিভাগের আরও খবর