ফরিদপুর-৩ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট: December 27, 2023 |
inbound2921396139017448746
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ কে আজাদ শহরের ঝিলটুলীর বাসভবনে এবং শামীম হক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, প্রতিপক্ষের নেতাকর্মীদের হামলাসহ চিহ্নিত অস্ত্রধারী-সন্ত্রাসীদের নির্বাচনের মাঠে নামিয়ে নির্বাচনকে বাধাগ্রহস্থ করার চেষ্টা, যা বিএনপির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন এমন অভিযোগ তুলেছেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা, নির্বাচন বানচালের জন্য বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে এমন অভিযোগ তুলেছেন সংবাদ সম্মেলন করেন ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী নিজ বাসভবনে (ঝিলটুলীতে) এই সংবাদ সম্মেলন করেন । একই সময়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামিম হক ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এ.কে আজাদ তার সংবাদ সম্মেলনে বলেন, ধারাবাহিক ভাবে নির্বাচনী অফিসে হামলা, আমার কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করাসহ একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে শামীম হকই নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান, এদিকে শামীম হক নির্বাচন ভণ্ডুলের সকল কর্মকান্ড পরিচালনা করছেন। তিনিই মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।

একে আজাদ বলেন, আজকে ফরিদপুরে একটা ভয়ার্ত পরিবেশ। শামীম হকের পক্ষে কাজ করছে ফরিদপুরের শীর্ষ চিহ্নিত সন্ত্রাসীরা। গতকাল রাতেও আমার কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে।

বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার নারী কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ঈগল মার্কার প্রচার-প্রচারণায় যারা কাজ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে। অসংখ্যবার থানায় অভিযোগ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা , জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.শামসুল হক ভোলা মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের, নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

সংবাদ সম্মেলনে শামীম হক বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মী নিয়ে মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন বাঞ্চাল করতে নানা ধরনের পায়তারা করছে তারা।

আমার নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। আমি চাই জনগন তার মতো করে ভোট দিক।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রথম থেকেই আমার বিরুদ্ধে লেগে রয়েছেন। উনি নৌকা চেয়ে না পেয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। প্রথমেই আমার বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এরপর আমি রায় পেয়ে মাঠে রয়েছি। পুনরায় তিনি উচ্চ আদালতে আমার প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন। উনি চান আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি। একারনে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন।

তিনি বলেন, মানুষ যাতে ভোটকেন্দ্রে না যেতে পারে সেইকারনে নানা ধরনের ঘটনা ঘটিয়ে আতংকের সৃষ্টি করছেন। এটা তার একটা রাজনৈতিক কৌশল। তিনি বলেন, আজাদ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, নির্বাচন নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর