জয়ী হতে পারলে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করব : একে আজাদ


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব একে আজাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সন্ধ্যা ৬ টায় তিনি গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে এ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক ভোলা মাষ্টার।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ডক্টর যশোদা জীবন দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার নাজমুল হাসান লেভি, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল বাতিন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) এম ইদ্রিস আলী, শাহ আলম মুকুল মোহাম্মদ শাহিন চৌধুরী সহ স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় এ কে আজাদ তার ভবিষ্যৎ কর্মপন্থা জনগণের মধ্যে তুলে ধরেন। তিনি বলেন আগামী ৭ তারিখে আমি যদি জয়ী হতে পারি আমি প্রত্যেকটা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করব, আমি ফরিদপুরের বেকারত্ব দূর করতে চাই।
ইতোমধ্যে ট্রেনিং সেন্টার বানিয়েছি, ট্রেনিং নিয়ে অনেকেই চাকরি নিয়েছে। যদি নির্বাচিত হতে পারি ১২টি ইউনিয়নে ১২টি ট্রেনিং সেন্টার বানাবো।
ফরিদপুরকে গাজীপুর আর সাভারের মতো শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দ্বিতীয় কাজ হবে শিক্ষার গুণগত মান বাড়ানো। এখানে শিক্ষার মান খুবই খারাপ।
ছেলে মেয়েরা যাতে উন্নত শিক্ষা পায় সে ব্যাবস্থা করব। ফরিদপুর থেকে চিরতরে সন্ত্রাসী বিদায় করব, তাদের লাল দালানে( জেলখানা) রাখব আর বের হতে পারবে না, ফরিদপুরে চাদাবাজি বন্ধ করে দিব।
তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কা প্রতিকে ভোট দিয়ে ফরিদপুর বাসির সেবা করার সুযোগ দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।