নতুন বছর নিয়ে আফরান নিশোর পরিকল্পনা

আপডেট: January 2, 2024 |
boishakhinews 13
print news

 

ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত বছরটি তার জন্য স্পেশাল ছিল। ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় নাম লেখান তিনি। নতুন বছর নিয়েও তার কিছু পরিকল্পনা রয়েছে।

নতুন বছরে প্রত্যাশা, প্রস্তুতি আর স্বপ্নের কথা জানিয়েছেন নিশো। নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে আফরান নিশো বলেন, ‘নিজের সুস্থতার সঙ্গে সবার সুস্থতা কামনা করি। আশা রাখি, নতুন বছরে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ আসবে, আর সেসবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’

গত বছরের অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শক মাতিয়েছেন আফরান নিশো। এ ছাড়া মুক্তি পেয়েছে তার অভিনীত শিহাব শাহিন পরিচালিত ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ষাড়ে ষোল’। এ ছাড়া গত বছর মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত সাড়াজাগানো নাটক ‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি; যা দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর