চিকিৎসার জন্য পদ্মকে কলকাতায় নিয়ে গেছেন পরীমণি

আপডেট: January 19, 2024 |
boishakhinews 187
print news

অসুস্থ দেড় বছর বয়সী পুত্র পদ্মকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত ১৭ জানুয়ারি ছেলেকে নিয়ে কলকাতায় যান। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পদ্মকে।

বৃহস্পতিবার রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে জানিয়েছেন, কলকাতার অ্যাপোলো হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত পরীমণি লিখেন— ‘জীবনে এতটা অসহায় বোধ করিনি। আল্লাহ সহায়।’

 

পরীমণির সহকর্মী ও ভক্তরা কমেন্ট করে পদ্মর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

কিছুদিন আগে ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন পরীমণি। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি, তার সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। সবাই সুস্থ হলেও পদ্ম সুস্থ হননি।

 

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টানা সাতদিন চিকিৎসা চলে পদ্মর। তার শরীরে দুটো ভাইরাস শনাক্ত হয়। পরে পদ্মকে কলকাতায় নিয়ে যান পরীমণি।

Share Now

এই বিভাগের আরও খবর