প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

আপডেট: January 20, 2024 |
শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
print news

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী র্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং একটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা।’

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মহাসচিব গুতেরেস আরও বলেন, ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার উপস্থিতিকে সাধুবাদ জানাই। আশা করি, বৈশ্বিক সমস্যা সংক্রান্ত আলোচনায় আপনাকে আগের মতোই পাবো।

যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।’

Share Now

এই বিভাগের আরও খবর