বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

আপডেট: January 25, 2024 |
inbound2489431699976996765
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইলিয়াস (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা পৌণে ১২ টাকে গোপম সংবাদের ভিত্তিতে বগুড়সর শিবগঞ্জ উপজেলাধীন সৈয়দপুর ইউনিয়নের খেরুয়সপাড়া এলাকায় র‍্যাব-১২ এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ৫৯ বোতল ফেন্সিডিলসহ ইলিয়াসকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে মোবাইল সীমকার্ড ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইলিয়াস লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পশ্চিম ব্যাচগ্রামের তছির উদ্দিনের ছেলে। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া এলাকায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫৯ বোতল ফেন্সিডিলসহ ইলিয়াস নামের ওই যুবককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল, একটি সীমকার্ড ও নগদ ৩০০ টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরও বলেন, গ্রেফতারকৃত আসামি ইলিয়াস এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর