ডাকাতের হামলায় ২ পুলিশ আহত, এক ডাকাত সদস্য আটক

আপডেট: March 4, 2024 |
inbound6891729356648917293
print news

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় টহলরত পুলিশ সদস্যের উপর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়েছে।

রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)।

আহত ডাকাত দলের সদস্য হলেন, রুবেল মিয়া (২৭)। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, রাতে শ্রীপুর থানার এএসআই আলিমের নেতৃত্বে চার জন পুলিশ সদস্যকে নিয়ে মাওনা ইউনিয়নে টহল ডিউটি চলছিল।

রাত আনুমানিক পৌনে দুইটার দিকে গোপন সংবাদে জানতে পারে, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘী গ্রামের হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে একদল ডাকাত।

এসময় এএসআই আলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপায়।

এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। এরপর পুলিশের অন্যান্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে এক ডাকাত গুরুতর জখম হন।

পরবর্তীতে তাকে আটক করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আহত দুই পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের উপর ডাকাতদলের হামলার আহত অবস্থায় দু’জন পুলিশ সদস্য এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে আহত এক ডাকাত দলের সদস্য আহত হয়েছেন। এবিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর