মদনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আপডেট: March 15, 2024 |
inbound7016752487839724210
print news

আলী আজগর (পনির), নেত্রকোণা প্রতিনিধিঃ “স্মার্ট বাংলাদেশ গড়ি’ ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ( ১৫ মার্চ) সকালে উপজেলার পরিষদের হতে এক বর্ণ্যঢ শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ড়াঃ তায়েব, আই সিটি কর্মকর্তা, তারেক মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতি মোঃ ফিরোজ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা অমিত শাহ, এস আই আব্দুল আজিজ। প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন।

মদন প্রেসক্লাব প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বাবুল।

এ ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমি সুপারভাইজার জোছনা বেগম বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার পাল প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর