আসন্ন ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচন সভা অনুষ্ঠিত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষে উপলক্ষে সড়কে নিরাপত্তা, যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানো, নিশ্চিত করণ সম্পর্কে আইন শৃঙ্খলা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ এপ্রিল (মঙ্গলবার) বিকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া”তে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৬, বগুড়া-১ (সোনাতলা- সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান; বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম, পিপিএম;সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন; অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট পি.এম. ইমরুল কায়েস; বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার; আইন-শৃঙ্খলা রক্ষণ সংক্রান্ত জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় আসন্ন ঈদ-উল-ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ও সড়কে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।