রমজান উপলক্ষে বাজার মনিটরিং, জরিমানা

আপডেট: April 10, 2024 |
inbound1381123498438200099
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বগুড়ায় বাজার মনিটরিং এর সময় ৪টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ সাদমান আকিফ।

০৯ এপ্রিল ( মঙ্গলবার) বিকালে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও যান চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ এর মোবাইল কোর্ট পরিচালনাকালে বগুড়া সদরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ৪টি দই এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং কোনোটিতেই দই এর গায়ে মূল্য এবং মেয়াদ উত্তীর্ণের লেবেল পাওয়া যায়নি, যা দণ্ডনীয় অপরাধ।

৪টি অভিযুক্ত দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী পৃথক ৪টি মামলায় সর্বমোট ১২,০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও চারমাথা গোদারপাড়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি মুদি দোকানে মূল্যতালিকা হালনাগাদহীন অবস্থায় পাওয়া যায় এবং ঘি পাওয়া যায় যাতে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না।

এসময় অভিযুক্ত দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরপর এ সময় মোবাইল কোর্টের সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর, বগুড়া সদর পৌরসভা এবং জেলা পুলিশ, বগুড়া এর সদস্যবৃন্দ।

জেলা ম্যাজিস্ট্রট মোঃ সাদমান আকিফ জানান,পবিত্র রমজান মাস এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা প্রশাসন, বগুড়ার এ অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর