শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল

আপডেট: May 6, 2024 |

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।

সোমবার (০৬ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে।

গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচিত হন।

আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহার হোসেনের এপিএস ছিলেন এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি জেলা পরিষদ নির্বাচনের জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Share Now

এই বিভাগের আরও খবর