উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক এনসুবুগা

আপডেট: May 7, 2024 |
boishakhinews 38
print news

জমক দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা। আফ্রিকান অঞ্চল থেকে বাছাইপর্বে জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলগুলোকে হারিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে কোন ১৫ জন ক্রিকেটার, গতকাল সে নামগুলো ঘোষণা করেছে তারা। যেখানে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সী অলরাউন্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা।

১৯৮০ সালে জন্ম নেওয়া এনসুবুগার ১৯৯৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাব। ১৯৯৮ সালে সেখান থেকে বের হয়ে এসে উগান্ডার হয়ে খেলেন। এ পর্যন্ত মাঠে নেমেছেন ৫৪ টি-টোয়েন্টিতে। ডানহাতি ব্যাটিংয়ে ৯.৮৭ গড়ে ১৫৮ রান করেছেন তিনি।

বাঁহাতি স্পিন বোলিংয়ে ১৬.০৩ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট।
৩২ বছর বয়সী ব্রায়ান মাসাবাকে অধিনায়ক করেছে উগান্ডা। ২৬ বছর বয়সী অলরাউন্ডার রিয়াজাত আলী শাহকে বানানো হয়েছে সহ-অধিনায়ক। তবে দলটির মূল তারকা আলপেশ রামজানি।

মুম্বাইয়ের ছেলে রামজানি গত বছর উগান্ডার হয়ে পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন পান।
বিশ্বকাপ ‘সি’ গ্রুপে খেলবে উগান্ডা। তাদের গ্রুপে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। ৩ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে তাদের। বিশ্বকাপে চার ম্যাচের তিনটি ম্যাচই গায়ানায় খেলবে উগান্ডা।

অন্য ম্যাচটিও ক্যারিবীয় অঞ্চলেই খেলবে তার।
উগান্ডার বিশ্বকাপ দল : ব্রায়ান মাসাবা, রিয়াজাত আলী শাহ, কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্র্যাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কাইউতা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সে্সাজি, হেনরি সে্নিয়োন্দো, আলফেশ রামজানি ও জুমা মিয়াজি।

 

 

Share Now

এই বিভাগের আরও খবর