টি টুয়েন্টি বিশ্বকাপে একটি ব্যালেন্স দল যাচ্ছে : পাপন

আপডেট: May 9, 2024 |

 

আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে দু-একটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমানে দলে যারা আছেন তাদের সবার প্রতিই ভরসা রয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউটে ৫ দিনের যুব মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ নিয়ে বলেন, ‘বাংলাদেশ ওপেনিং ব্যাটিং ভালো করেনি তবে বোলিং, ফিল্ডিং ভালো করেছে।


সাকিব, মুস্তাফিজ দলে যোগ দিবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে একটি ব্যালেন্স দল যাচ্ছে।’

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মহীউদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো সাইফুজ্জামানসহ অন্যান্যরা। ৫ দিনের এই যুব মতবিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক যুব নারী ও পুরুষ অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর