গলাচিপায় বজ্রপাতে একটি গাভী গরুর মৃত্যু


গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায় বজ্রপাতে দিন মজুর মো: রিয়াদ হোসেনের (২৮)একটি গাভী গরু মারা গেছে। ঘটনাটি ঘটেছে গোলাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামে শনিবার দুপুর দিকে।
জানা গেছে, গোলখালী গ্রামের শাহ আলম গাজী ও সহিদুল গাজী মিলে তাদের বোনের ছেলে রিয়াদ হোসেন এর পুত্র রাজ হাওলাদারকে ১৫দিন আগে ৭০হাজার টাকার দাম দিয়ে গরুটি উপহার হিসেবে দিয়ে ছিলেন ।
প্রতিদিনের ন্যায় সকাল বেলা মো: রিয়াদ হোসেন ঘাস খাওয়ার জন্য গরুটিকে নিয়ে মাঠে চড়ায়। শনিবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে গরুটি মারা যায়। তার একটি মাত্রই গরু ছিল।
এ ব্যাপারে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন জানান, বজ্রপাতে একটি গাভী গরু মারা যাবার খবর পেয়েছি।