হিসাব রক্ষক বিভাগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ওয়ান স্টপ সার্ভিস,সেবা প্রাপ্তি সুনিশ্চিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২-১৪ মে ৩দিন ব্যাপী বিশেষ সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা হিসাব রক্ষক অফিসের আয়োজনে ১২মে (রবিবার) সকালে উপজেলা হিসাব রক্ষক অফিস চত্বরে ৩ দিনব্যাপী সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়| উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় |
উক্ত আলোচনা সভায় উপজেলা হিসাব রক্ষক অফিসার হাসান তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও বেলাল হোসেন,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আ: রহিম,প্রকৌশলী অফিসার আনিসুর রহমান,পরিসংখ্যান অফিসার,ইউ আর সি হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম,ফায়ার সার্ভিস অফিসার তোফাজ্জল হোসেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফইজুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক,প্রকল্প কর্মকর্তা সামিউল মার্ডে, উপজেলা আনসার কর্মকর্তা।
স্বাগত বক্তব্যে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা হাসান তারিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিকতার ফসল হিসাবে ১৯৭৩ সালে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলাদেশ প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সিএজি) নিযুক্ত করেন যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিয়মিত সেবা প্রদানে চলমান কার্যক্রম সিএজি কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
সেগুলো হলো অডিট একাউন্ট ডিপারমেন্ট সংক্রান্ত ডকুমেন্টরি প্রদর্শন, বেতন-ভাতা দি, জিপিএফ,পেনশন,অডিট আপত্তি ও প্রযোজ্য অন্যান্য সকল সেবা বিষয়ে সেবা প্রদান।
এসময় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি কুশমত আলী,বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য অফিসের কর্মকর্তা কর্মচারীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব রক্ষক অফিস অডিটর চন্দন কুমার রায়।