শরণখোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

আপডেট: May 12, 2024 |
inbound4748575315607122382
print news

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় উপজেলার তাফালবাড়ি শহীদ তিতুমীর একাডেমী স্কুলের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক রিফাত জাহান মিতু।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবেশ অ্যাক্টিভিটি’র সাইট অফিসার মোঃ আরিফুর রহমান, বিনয় কুমার সাহা, এনআরএম এন্ড লাইভলিহুড ফ্যাসিলিটেটর শিহাব বিন হাবিব, শরণখোলা বন্যপ্রানী সংরক্ষণ টিমের, মাসুম বিল্লাহ, জায়েদ হোসেন, কমল কিরতুনিয়া, জিহাদ হাওলাদারসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিযায়ী পাখিদের খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে।

পরিযায়ী পাখিদের রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিযায়ী পাখিরা যাতে টিকে থাকতে পারে সেজন্য এখনই সকলের এগিয়ে আসা উচিত।

Share Now

এই বিভাগের আরও খবর