রাণীশংকৈলে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুনগতমান, শিক্ষা নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে (সোমবার) বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলার ৩ ক্লাষ্টারের প্রধান শিক্ষকদের নিয়ে মে মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
এসময় উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন,সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী, রানীশংকৈল প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক প্রধান শিক্ষক কাজি আইয়ুব আলী,আহব্বায়ক আহবায়ক কমিটির সদস্য প্রধান শিক্ষক কুশমত আলী,প্রধান শিক্ষক আঃ মান্নান,প্রধান শিক্ষক রমজান আলী,প্রধান শিক্ষক আনজু মান আরা বেগম,প্রধান শিক্ষক মাসুদা বেগম ও প্রধান শিক্ষক হামিদুর রহমান ও কামরুজ্জামান,প্রধান শিক্ষক তাহেরা বেগম (প্রমুখ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন।