বোরো: ৪৫ টাকা দরে চাল, ৩২ টাকা দরে ধান সংগ্রহ

আপডেট: May 16, 2024 |
inbound4395371308293171765
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এর উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওসার আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান জানান, এ বছর ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৫০ মেট্রিকটন ধান, ৪৫ টাকা কেজি দরে ৩ হাজার ৮৯ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ৩৭৫ মেট্রিকটন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর