যৌথ সভা ডেকেছে বিএনপি

আপডেট: May 21, 2024 |
inbound792546384344917337
print news

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথসভা ডেকেছে বিএনপি।

বুধবার (২২ মে) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

দিদার জানান, যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, য্গ্মু মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করবেন মির্জা ফখরুল।

Share Now

এই বিভাগের আরও খবর