মোরেলগন্জে ওয়ার্ল্ড ভিশনের উপহার বিতরন


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগন্জে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ডাঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাবহারিক উপহার বালতি বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগন্জ এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের
সভাপতিত্বে প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এ তারেক সুলতান ৫১ জন বুদ্ধি
প্রতিবন্ধী শিশু পরিবারকে উপহার বালতি বিতরন উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মো.বদরুদ্দোজা মোরেলগন্জ পৌর প্রেস ক্লাব সভাপতি শাহ আলম তালুকদার ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকগন।
এছাড়াও এই মাসে ওয়ার্ল্ড ভিশন আউডি ভুক্ত মোরেলগন্জের অসহায় শিশুদের দুই হাজার তিনশত
বালতি বিতরন করেন।